নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন শিমুলিয়ার ২নং ফেরি ঘাটের পল্টুন ঘূর্ণিঝড় ইয়াসের কারণে প্রবল বাতাস আর উপচে পড়া ঢেউয়ের আঘাতে ভেঙ্গে দুই টুকরা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউয়ের কারণে গতকাল বুধবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি রো-রো ফেরি ছাড়া হলেও তারপর থেকেই শিমুলিয়া ঘাট থেকে আর কোন ফেরি ছাড়া হয়নি। তবে সকাল ৬টা থেকে ফেরি কিশোরী লোড করে ১নং ফেরি ঘাটে নৌঙর করে রেখেছে। পদ্মায় উত্তাল বাতাসে প্রবল ঢেউ বইছে নদী জুড়ে। সে ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটের পল্টুনগুলোতে। সকাল ৮টায় ২নং ফেরি ঘাটের পল্টুনটি ভেঙ্গে দুই টুকরো হয়ে যায়। পরে ছোট টুকরো পল্টুনটি পদ্মা নদীর তীরে বেঁধে রাখা হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার নৌরুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বুধবার সকাল থেকে পদ্মায় উত্তাল ঢেউয়ের কারণে লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। নদীপাড়ের জন্য ঘাটে এসে দক্ষিণ বঙ্গমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট উপ মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় গতকাল বুধবার সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। প্রবল ঢেউয়ের তোড়ে শিমুলিয়ার দুই নম্বর ঘাট কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। পারাপারের অপেক্ষমাণ যাত্রীসহ যানবাহন ঘাটে আছে।