নিজস্ব প্রতিবেদক
দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানী ঢাকায় ফিরছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে ঢাকামুখী মানুষের চাপ দেখা দিয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। গত শনিবার সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায়। গতকাল রোববার সকাল থেকেও দেখা যাচ্ছে যাত্রীদের চাপ। এদিকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। তবে নদী পার হওয়া যাত্রীদের বেশিরভাগকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা যায়। গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ফেরিতে শত শত ঢাকামুখী যাত্রী বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে জড়ো হচ্ছে। এরপর ছোট ছোট যানবাহনে করে রাজধানীর দিকে রওনা হচ্ছে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে বর্তমানে ১২টি ফেরি চালু রয়েছে বলে জানিয়েছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, শিমুলিয়ায় ঘাটে গাড়ির চাপ নেই আছে যাত্রীর চাপ। তবে বাংলাবাজার ঘাটে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। আগে পাঁচটি ফেরি দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছিলো। গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়ে বর্তমানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাওয়া ট্রাফিক টি আই হেলাল জানান, সকাল থেকে ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে।