নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া-মাঝিকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি সঙ্কট চরম পর্যায়ে পৌঁছেছে। দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে স্বল্পসংখ্যক মাঝারি ও ছোট ফেরি দিয়ে চলছে পারাপার। জানা গেছে, ছোট ও মাঝারি ৭টি ফেরি দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন পারাপারের মাধ্যমে কোনোরকমে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট সচল রেখেছে কর্তৃপক্ষ। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৪টি ফেরি ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী চাপ স্বাভাবিক থাকলেও ফেরি সঙ্কটের কারণে বেলা বাড়ার সাথে সাথে ঘাটে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। কাকলী, ক্যামেলিয়া, কর্ণফুলী, কুঞ্জলতা, রানীগঞ্জ আর সুফিয়া কামাল রয়েছে এই নৌরুটের ফেরি বহরে। এর মধ্যে কর্ণফুলীর চলাচল আবার বন্ধ থাকে রাতের বেলায়। গত ঈদযাত্রার বহরে ১৭-১৮টি ফেরিতে যানবাহন পারাপার করা হলেও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফেরি না বাড়ালে ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে এ পথের যাত্রীদের। শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুর নিরাপত্তা ও নির্মাণ কাজ নির্বিঘ্ন রাখতে এই পথে ফেরি চলাচল সীমিত রাখা হয়েছে। মাঝিরকান্দি ঘাট চালু করা গেলে তবেই এই রুটে বাড়বে ফেরির সংখ্যা, জানান তিনি। যদিও এখনও তেমন গাড়ির চাপ নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।
গতকাল শনিবার সকাল ১০টায় দেখা গেছে, পারাপারের অপেক্ষায় ৩০টির মতো হালকা যানবাহন। এরপর ঘাটে ফেরি পৌঁছলেই অল্পক্ষণেই ফাঁকা হয়ে যায় ঘাট।