নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে গতকাল মঙ্গলবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে পারাপারের অপেক্ষায় ঘাটে শত শত গাড়ির উপস্থিতি দেখা যায়। তবে যানবাহন পারাপারে নৌরুটে ২টি মিনি রোরো, ২টি কে টাইপ ও ২টি ডাম্পসহ মাত্র ৮টি ফেরি সচল রয়েছে। তবে এদিন লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী উপস্থিতি কম রয়েছে। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে নৌরুটে পর্যাপ্ত ফেরি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ২৪ ঘণ্টা সচলের দাবি ফেরির যাত্রীদের। ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়ায় যানবাহনের সঙ্গে বাড়ছে ভোগান্তি। কম করে হলেও ১৫টি ফেরি সচল হলে যাত্রী দুর্ভোগ কম হবে বলে মনে করেন এই নৌ রুটের যাত্রীরা। তিনি জানান, গত বছর ১৫-১৭টি ফেরি ছিলো। তাতেও মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। তবে এ বছর ভারী যানবাহন এ নৌরুটে পার হচ্ছে না। যাত্রীরা জানান, অন্তত ১৫টি ফেরি সচল হলে যাত্রীর চাপ কিছুটা সামাল দেওয়া যেতে পারে হয়তো। বিষয়টি সংশ্লিষ্টরা দেখলে ভালো হয়। এদিকে ঘাট সংশ্লিষ্টরা বলছেন, রাতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ থাকায় সকালের দিকে যানবাহনের উপস্থিতি বেশি দেখা যায়। দুপুর থেকে চাপ কমে আসে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফায়সাল আহমেদ জানান, ঘাটে পারাপারের অপেক্ষায় বর্তমানে ৩ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে এসব যানবাহন পারাপার করা হবে। ফেরির পাশাপাশি দুই নৌরুটে ৮৩টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট সচল রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলাইমান।