নিজস্ব প্রতিবেদক
নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে বন্ধ হওয়ার ৬ষ্ঠ তম দিন গতকাল মঙ্গলবারও মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি সচল হয়নি। এতে পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়েছে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এসব ট্রাক ১০-১২ দিনের বেশি সময় ধরে ঘাটে অপেক্ষা করছে। এদিকে চ্যানেলে নাব্যতা সংকট নিরসনে লাগাতার কাজ করছে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ। তবে ফেরি কবে চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ড্রেজিং বিভাগ সূত্রে জানা গেছে, ফেরী চালু হতে আরো কয়েকদিন দেরি হবে। এদিকে ফেরি বন্ধ থাকায় প্রতিদিনই নৌবন্দরের লঞ্চ ও স্পীডবোট ঘাটে যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর নতুন পার হওয়ার উদ্দেশ্যে ঘাটে ব্যক্তিগত গাড়ি উপস্থিত হচ্ছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ছয়দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। পরীক্ষামূলকভাবে ফেরি চালু হবে কি-না এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই। ঘাটে পারের অপেক্ষায় অর্ধশতাধিক ট্রাক ও পিকআপ। তারা স্বেচ্ছায় ঘাটে অবস্থান করছে। সবাইকে এই নৌরুট এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, পদ্মাসেতুর চ্যানেলে ড্রেজিং চলমান আছে। বিআইডব্লিউটিএ’র দুইটি ড্রেজার অনবরত খনন কাজ করে যাচ্ছে। দ্রুত সংকট নিরসনের জন্য কাজ করা হচ্ছে।