নিজস্ব প্রতিবেদক
উজান থেকে নেমে আসা পলিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের চ্যানেলগুলোর নাব্যতা সংকট তীব্র আকার ধারন করেছে। নাব্যতা সংকটে বিগত কিছুদিন ব্যাহত হওয়ার পর গত বৃহস্পতিবার সকালে পুরোপুরি বন্ধ হয়ে যায় নৌরুটের ফেরী চলাচল। গতকাল শনিবার টানা ৩য় দিনেও সকল প্রকার ফেরী চলাচল বন্ধ থাকায় সকাল থেকে ঘাট এলাকায় পারাপারে আটকা পড়ে কয়েক শতাধিক যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট ও মাঝারি যানবাহন। তবে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস বিকল্প রুট পাটুরিয়া-দৌলতদিয়া চলে গেলেও শিমুলিয়া ঘাটে বিপাকে পড়েছেন দীর্ঘদিন ধরে পদ্মা পারাপারের অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের শ্রমিকদের। পদ্মা পারের অপেক্ষায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাদের। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় বেশকিছু যানবাহন নিয়ে কে-টাইপ ফেরী কলমীলতা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায় পরে মাঝ পদ্মায় ফেরীটি চ্যানেলের মুখে গিয়ে ডুব চরে আটকা পড়লে দীর্ঘক্ষণ চেষ্টার পরে ফেরীটি পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে আসে। এরপর নতুন করে আর কোন ফেরী চলাচল করেনি। তবে নৌ-রুটে লঞ্চ ও সি-বোট চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। এদিকে ফেরী চালু না হওয়ায় ঘাটে দিনের পর দিন ট্রাক ও পণ্যবাহী যানবাহনগুলো অপেক্ষা করছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত ঘাটে ২ শতাধিক ট্রাক রয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। এসব ট্রাকের অধিকাংশই ঘাটে অবস্থা করছে গত ৭-৮ দিন যাবত। এতে অর্থ-খাদ্য সংকট আর হতাশার মধ্যে দিন পার করছে এসব যানবাহনের চালক ও শ্রমিকরা। ট্রাক চালকরা ও শ্রমিকরা জানায়, গন্তব্যে পণ্য পৌঁছাতে পারলে ভাড়া যা পাবে তার বেশিরভাগই খরচ হয়ে গেছে এবারের ট্রিপে। এতে লাভের চাইতে লোকসান গুনতে হবে তাদের। তারই উপরে দিনের পর দিন দুর্ভোগে নাকাল অবস্থা তাদের। এদিকে বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ বলছে, চ্যানেলে নাব্যতা সংকট কাটিয়ে উঠতে বর্তমানে ৯টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কার্যক্রম এখনো চলমান আছে। এখন পর্যন্ত নৌরুটের চায়না চ্যানেলে ২৫ হাজার ঘন মিটার পলি অপসারণ করা হয়েছে। এভাবে ড্রেজিং চলতে থাকলে নাব্য সংকট কাটিয়ে উঠতে আরো ৫ থেকে ৬ দিন সময় লাগবে। আর এসব যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আর এরমধ্যেই শিমুলিয়া ঘাটের ১৬টি ফেরীর মধ্যে ৩টি ফেরী পাটুরিয়া ঘাটে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসির উপ মহা-ব্যাবস্থাপক শফিকুল ইসলাম জানান, চ্যানেলের নাব্যতা সংকট কাটিয়ে না উঠা পর্যন্ত কোন প্রকার ফেরি চলাচল চালু করা সম্ভব নয়। তাই শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের যানবাহনকে পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে পার হওয়ার জন্য বলা হচ্ছে।