চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পুকুর পাড় সংলগ্ন সড়কের একটি অংশ ধসে পড়লে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ ফানু আলী (৫০) এবং মৃত হেরাস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল রাজ্জাক খুদু (৫৫)। নিহত দুইজনের বাড়ি একই এলাকার পিরোজপুর গ্রামে।
স্থানীয়রা জানান, রাস্তার ধসে যাওয়ার কারণে ট্রাকটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং সিমেন্টের ভারে পুকুরের ধারে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফানু এবং খুদু প্রাণ হারান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তার নিম্নমানের নির্মাণকাজ এবং পুকুর পাড়ের দূর্বল ভূমিকে দায়ী করছেন এলাকাবাসী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিরোজপুর থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বারিক পিরোজপুর বাজার যাওয়ার পথে সোনাপুর গ্রামে পাকা রাস্তা থেকে উল্টে গিয়ে একটি পুকুরের ভিতরে পড়ে ট্রাকের উপরে থাকা ৬ জন লেবারের মধ্যে রাজ্জাক খুদু ও ফানু আলী ঘটনাস্থলে নিহত হন। বাকি চারজন লেবার সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। নিহত দু’জনের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়েছেন। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।