শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান করতোয়া নদীর ব্রীজের উপর জীবাশ্ম জ্বালানীমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। বৈশ্বিক কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়। ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ে স্থানীয় সহ আয়োজক হিসেবে স্বপ্ন,এম এস কেপি,রিইব এই কর্মসুচী পালন করে। স্বপ্ন নির্বাহি পরিচালক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় জীবাশ্ম জ্বালানীমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবী আলোকপাত করে মানববন্ধনে বক্তব্য রাখেন পিইউপির সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসনাত, এডাব বগুড়া শাখার সভাপতি টিপু সুলতান মহিদুল ইসলাম,মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহি পরিচালক মোঃ জাহেদুর রহমান,সফল নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা,সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী,বিইব বগুড়া শাখার সহ সভাপতি এ্যাড. মন্জুর হাসান মন্ডল,পরিবেশ কর্মী এম ফজলুল হক বাবলু, আহসান হাবীব তালুকদার রন্জু, ফজলুল হক ,যুব সংগঠক মোঃ রকি মিয়া,হৃদয় ইসলাম প্রমূখ অনুষ্ঠানে স্বপ্ন নির্বাহি পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন,আগামী ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর আসন্ন জাতিসংঘ সাধারন অধিবেশনে ইউএনএসডিজি ক্লাইমেট অ্যাম্বিশন সামিটে কার্যকর সিদ্ধান্ত গ্রহন করতে গণমাধ্যম,বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে জলবায়ু পরিবর্তন জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধের ব্যাপারে অবগত করা জীবাশ্ম জ্বালানী ব্যবহার রোধের ব্যাপারে জোরালো আহবান,দাবীর বিষয় টিকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়া এবং জীবাশ্ম জ্বালানী বিরোধী জলবায়ু ন্যায্যতার দাবীতে জনমত তৈরির উদ্যেশ্যে বিশ্বব্যাপী আয়োজনের অংশ হিসেবে ঢাকা সহ বিভিন্ন স্থানে এই কর্মসুচি পালন করা হচ্ছে।