বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী চলতি মাসের বেতনসহ ঈদের বোনাস থেকে বঞ্চিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১২ জুন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। ইতিপূর্বেও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল। এদিকে সভাপতি স্বাক্ষর করলেও প্রধান শিক্ষক স্বাক্ষর না করায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী চলতি মাসের বেতনসহ ঈদের বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে শিক্ষকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক তারা বেতন বোনাস না পেয়ে তাদের হতাশার কথা জানিয়েছেন। প্রধান শিক্ষক আশরাফুল ইসলামরে বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের টাকাসহ রূপালী ব্যাংক মোকামতলা শাখায় বিদ্যালয়ের নামীয় ১৫৪নং হিসাব হতে ৩১ লক্ষ ৬৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ, বিধিবহির্ভূতভাবে একক স্বাক্ষরে মিডল্যান্ড ব্যাংকে একাউন্ট খুলে সে হিসেবে বিদ্যালয়ের স্থাপনার ১৪ লক্ষ টাকা জমা দিয়ে কমিটির সিদ্ধান্ত ছাড়াই উত্তোলন করে আত্মসাৎ, নিজের দুর্নীতি ও অপকর্ম ঢাকার জন্য কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশন করে সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বোর্ডে জমা দেওয়াসহ নানাবিধ অভিযোগের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বে শিক্ষাবোর্ড, জেলা ও উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে তার নানা অনিয়মের কারণে বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছিল।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, গত বছরের নভেম্বর মাসে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে বিদ্যালয়ের টাকা ফেরত দিতে চাইলে তাকে আবারও যোগদান করানো হয়। কিন্তু টাকা ফেরত না দিয়ে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এ কারণে পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।