শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি হয়েছেন, অ্যাড. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন, অ্যাড. মো. আবু সাঈদ। অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাড. অমিত ঘটক চৌধুরী, সহ-সভাপতি জালাল আহমেদ সবুজ (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক হাওলাদার ( বিনা প্রতিদ্বন্দ্বীতায়), অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেন সেজান, লাইব্রেরী সম্পাদক খবির উদ্দিন, অডিটর মো. বজলুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সদস্য অ্যাড. আসাদুল ইসলাম শুভ্র, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন রাজু, রাশিদা মির্জা ও আজিজুর রহমান রোকন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অ্যাড. রাশিদুল হাসান মাছুম, সহকারী প্রধান নির্বাচন কমিশনার মো. শাহআলম, সহকারী নির্বাচন কমিশনার জামাল ভূইয়া, মো. মোয়াজ্জেম হোসেন ও মো. তরিকুল ইসলাম সোহাগ।