শরীয়তপুর শহর প্রতিনিধি
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ ১৪টি অভিযোগ এনে কার্যকরি পরিষদ থেকে ৫ সদস্য পদত্যাগ করেছেন। এরপর বিষয়টি নিয়ে আদালত পাড়া আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পদত্যাগপত্র ও আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, প্রতি বছরের ফেব্রুয়ারী মাসের শেষ শনিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের নির্বাচনে এডভোকেট জহিরুল ইসলাম সভাপতি ও এডভোকেট আবু সাঈদ সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, খেয়ালিপনা, অশোভন আচরণ, অবজ্ঞা, অবহেলা ও একক সিদ্ধান্ত বাস্তবায়ন করা উল্লেখ করে কমিটির ৫ সদস্য পদত্যাগ করেন। যাহা আইনজীবী সমিতির স্বার্থ পরিপন্থী বলে দাবী করে পদত্যাগপত্রটি কার্যকরি পরিষদের সভাপতিকে প্রদান করেছেন। পদত্যাগ করা সদস্যরা হলেন- কার্যকরি সদস্য এডভোকেট মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. কবির হোসেন, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মো. খবির উদ্দিন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসিফ হোসেন সিজান। সাধারণ আইনজীবীদের সাথে কথা বলে জানা গেছে, যেসকল আইনজীবীরা সভাপতি ও সম্পাদকের অনুসারী তাদের তেমন কোন মামলা নাই। চেম্বার ও কোর্টে যেতে হয় না তাদের। তাদের অর্থের উৎস সমিতির সভাপতি ও সম্পাদক।
পদত্যাগ করা সদস্যরা বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে তবুও প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। অর্থ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকদের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে একক সিদ্ধান্তে সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য সদস্যদের শোকজ করে থাকেন। অর্থসংক্রান্ত সকল কার্যক্রম সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের হাতে রেখে তাদের অনুগতদের মাধ্যমে ব্যয় করেন। সমিতির কোন হিসাব সমিতির সদস্যদের অবগত করা হয় না। একই নম্বরে একাধিক জামিননামা ছপিয়ে বিক্রি করেন যাহা আইনজীবী সমিতির স্বার্থ বিরোধী ও সুনামের পরিপন্থী।
আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম অভিযোগের বিষয়গুলো মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে বলেন, যে ৫ জন পদত্যাগ করেছে তাদের মধ্য থেকে সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসিফ হোসেন সিজান তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। সমিতির সাধারণ সভা ডেকে অপর ৪ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারীর শেষ শনিবার সমিতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।