শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পৌরসভার অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মাঝে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায় লাল কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। লাল কার্ডধারী পরিবার নগর মাতৃসনদ থেকে বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা সেবা পাবেন। গত বুধবার দুপুরে পৌর শহরের চরপালং আদর্শ নগর এলাকায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। এসময় প্যানেল মেয়র বিল্লাল হোসেন খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক, প্রকল্প ব্যবস্থাপক নাসির উদ্দিন সিকদার, মহিলা কাউন্সিলর ইমু আক্তার, মাহামুদা খানম, প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কাওসার মাদবর, ডা. প্রিয়াঙ্কা পাল, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর পৌরসভার তিনটি ক্লিনিক ও ৪০টি স্যাটেলাইট পয়েন্ট থেকে রোগীরা সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবে। প্রাথমিকভাবে ২ হাজার পরিবারকে লাল কার্ডের আওতায় আনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে শরীয়তপুর পৌরসভা ও পরিচালনায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র পারভেজ রহমান জন বলেন, আপনারা অনেক সৌভাগ্যবান। দেশের ১১টি পৌরসভায় এই প্রকল্প চালু হয়েছে। শরীয়তপুর পৌরসভা তার মধ্যে একটি। আজ যারা লাল কার্ড পেলেন তারা এখনও এই কার্ডের গুরুত্ব বুঝেন না। গুরুত্ব বুঝলে আমাদের দরজায় আপনাদের লাইন লেগে যেতো। এই কার্ডধারীরা ৫ লাখ টাকা মানের সেবাও পেতে পারেন। স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী এই প্রকল্প গ্রহণ করেছেন।