তথ্যপ্রযুক্তি ডেস্ক
চীনের শাওমি নতুন একটি স্মার্ট ক্লক এনেছে। যাতে থার্মোমিটার এবং হাইগ্রোমিটার রয়েছে। ভারতে ডিভাইসটির দাম ১,৫৩৫ রুপি। নাম থেকেই এই প্রোডাক্টটি সম্পর্কে আন্দাজ করা যায়, এটি একটি স্মার্ট ক্লক যা হাইড্রোমিটার এবং থার্মোমিটার হিসাবেও ব্যবহার করা যাবে। শাওমির এই ‘সেকেন্ড স্মার্ট ক্লক’ প্রোডাক্টটিতে ইলেকট্রনিক ইঙ্ক (কালি) স্ক্রিন রয়েছে, যা এর কাগজের মতো ডিসপ্লে টেক্সচারের সাথে সংলগ্ন থাকে এবং স্বল্প শক্তি খরচ করে। এই গ্যাজেটটিকে একটি ভালো স্মার্ট অ্যালার্ম ঘড়ি, একটি বাটন টাইমার হিসেবে ব্যবহার করা যাবে। স্টার্ট টাইমার ফাংশনটিতে সময় গণনা করার দুটি উপায় রয়েছে আপ এবং ডাউন। অন্যদিকে এটির হাইড্রোমিটার টেকনোলজি, তাপমাত্রা এবং আর্দ্রতার সূক্ষ্মতম পরিবর্তন সহজেই পর্যবেক্ষণ করতে পারে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে এই স্মার্ট ক্লকটিতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে। এছাড়াও আছে একটি বিল্ট-ইন আরটিসি ক্লক চিপ এবং ব্যাকআপ ব্যাটারি। এই ব্যাটারিটি সক্রিয় থাকলে স্মার্ট ক্লকটি নির্ভুল সার্ভিস দেবে। ইউজাররা সহজেই তাদের স্মার্টফোনের মিজিয়া অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এটি পরিচালনা করতে পারবেন।