নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ কর্মকর্তা মো. নাজমুস সালেহীন সমন্বয়কারী হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে আছেন লৌহজং উপজেলা এলজিআইডি কর্মকর্তা শোয়েব বিন আজাদ, লৌহজং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর লৌহজং উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ মো. সোহেল রানা।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নবাগত কমিটির লোকজনের সাথে হাসপাতালে এসে প্রতিষ্ঠানটির দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি স্থানে আনুমানিক ২০ ফিট দৈর্ঘ্য, ২৫ ফিট প্রস্থ এবং ১০ ফিট গভীরে বর্জ্য ব্যবস্থাপনা তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন।