নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে লৌহজংয়ে এক অভিযান পরিচালনা করা হয়। গতকাল শনিবার সকালে লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ১০টি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এর মধ্যে ৫টি ক্লিনিককে লাইসেন্স ও ফিটনেস না থাকায় এসব ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে ছিল উপজেলার মালিরঅংক বাজারের ফাইভস্টার ক্লিনিক, পদ্মা ক্লিনিক, ঘোড়াদৌড় বাজারের আফরোজা ক্লিনিক, সন্ধানী ক্লিনিক ও চন্দ্রের বাড়ি বাজারের লাইফ এইড ক্লিনিক। এসব ক্লিনিকগুলোর ফিটনেস ও লাইসেন্স ঠিক না থাকায় এসব বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছ শিকদার, সেনেটারী ইন্সপেক্টর মো. নাজমুল হাসান, এমসিইপিআই কর্মকর্তা এস এম মিজানুর রহমান প্রমুখ।