নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পাচারকালে ট্রাকসহ ৫২ ব্যারেল প্রায় কোটি টাকার চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়েছে। পরে এসব চিংড়ি রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল। গত বৃহস্পতিবার ভোরে চট্ট মেট্রো-ড ১১-৩৬২৬ নম্বরের একটি ট্রাক চিংড়ি মাছের রেণু নিয়ে খুলনা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কার্যালয় উপজেলার বেজগাঁও ইউনিয়ন মালিরঅংক বাজারে অভিযান চালিয়ে ট্রাকসহ চালক ও মাছ ব্যবসায়ীকে আটক করে। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার জানান, ট্রাকটি নোয়াখালী থেকে চিংড়ি মাছের রেণু নিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা যাচ্ছিল। গত বৃহস্পতিবার দুপুরে জব্দ করা চিংড়ি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। এদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ট্রাকচালক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা মো. মিরাজ (৩৫) ও চিংড়ি মাছের রেণু ব্যবসায়ী একই উপজেলার বাসিন্দা মো. মাইনুদ্দিনকে (৩৩) পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, রেণু পাচারকারীরা নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার পোস্তগোলা হয়ে না গিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনার দিকে যাচ্ছিল। পাচারকারীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিকল্প পথ ব্যবহার করছিল বলে স্বীকার করেছেন।