নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কৃষকের স্বপ্ন এখন সবুজের সমারোহ কৃষি মাঠের ইরি-বোরো ধান ক্ষেতের মাঝে লুকিয়ে রয়েছে। এ বছর বাম্পার ফলনের আশা। ধানের সবুজ রঙে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ কৃষি মাঠ। চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ১শত ১৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। এ বছর বেজগাঁও ইউনিয়নের আটিগাঁও ব্লকে ৫২ জন কৃষকের ৫০ একর জমিতে কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় প্রথম সমলয় পদ্ধতিতে ধান চাষ করা হয়েছে। উপজেলা জুড়ে ইরি-বোরো ধানের ক্ষেত পরিচর্যা শুরু হয়েছে। পুরোদমে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক।
গতকাল বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বেজগাঁও, কনকসার, গাঁওদিয়া, হলদিয়া, কুমারভোগ, মেদিনীমন্ডল, কলমা, খিদিরপাড়া ও বৌলতলী ইউনিয়নে কৃষিজমিতে মাঠের পর মাঠ জুড়ে ইরি-বোরো জমিতে সেচ, সার ও কীটনাশক প্রয়োগ এবং ধানের চারা পরিচর্যা করা হচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকাসহ সঠিক সময়ে চারা লাগানো থেকে শুরু করে সেচ দেয়া ও সার সংকট না থাকায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে পোকার আক্রমণ নিয়ে চিন্তিত। এর মধ্যে হালকা বৃষ্টিপাত হলে ধানের রোগ-বালাই অনেকটাই কমে যাবে এমনটা ধারণা করা হচ্ছে।
বর্তমানে কৃষকরা জমিতে রোপণকৃত ধানের পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছর ধান ও চালের দাম ভালো পাওয়ায় অনেক প্রান্তিক ও ঠিকা-বর্গাচাষি এবছর ইরি-বোরো চাষে ঝুঁকেছেন।
চাষি স্বপন ঢালী জানান, লাভ হোক আর লোকসান হোক, বুক ভরা আশা নিয়ে চাষবাসে লেগে থাকাই আমার পেশা। এবার ২০০ শতক জমিতে ইরির আবাদ করেছি। ডিজেলের দাম বেশি থাকায় সেচের খরচ একটু বেশি হচ্ছে। হালকা বৃষ্টিপাত হলে শেষ খরচ কিছুটা কমে যাবে।
জোড়পোল বাজার এলাকার কৃষক মোঃ কালু শেখ জানান, ধানক্ষেতের উপর আমার বিশ্বাস বেশি। গতবছর লাভবান হয়েছি। এ বছরও আশা রাখছি বাম্পার ফলন পাবো।
প্রান্তিক চাষি কুদ্দুছ জানান, গতবছর ধান ও চালের দাম বেশি থাকায় তিনি আগ্রহ সহকারে এবছর ঠিকা জমিতে ধান চাষ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ১শত ১৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে। উপজেলায় এই প্রথম সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে ধান রোপণ শেষ হয়েছে। এ বছর এসব ইরি-বোরোর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার মেট্রিক টন।
তিনি আরও জানান, এ বছর ব্রি ধান- ৯২, ৮৯, ২৯, এবং হাইব্রিড এসএল-৮ টিআর জাতের ধান রোপণ করা হয়েছে। অফিসের পক্ষ থেকে ইরি-বোরো ধান চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাজারে বর্তমানে ধান ও চালের চাহিদা থাকায় এ অঞ্চলে ইরি-বোরোর চাষ বাড়ছে।