নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলু উত্তোলনে ব্যস্ত কৃষক। প্রতিবছরের মত এবার প্রত্যাশার চেয়ে কম ফলন হয়েছে আলুর। এছাড়া দাম ও পরিবহন খরচ নিয়েও হতাশ তারা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকার পরেও গাছ বড় হওয়ার পর সময়মতো বৃষ্টি না হওয়ায় আলুর ফলন কম এবং আকৃতিতে ছোট হয়েছে। এর ফলে এবছর আলু নিয়ে হতাশ কৃষকেরা। তবে লৌহজংয়ে গত বছরের তুলনায় কম কৃষক আলু ফলন করেছেন।
গতকাল বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, বেজগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড বাজার সংলগ্ন এলাকার জমিগুলোতে আলু উত্তোলন করছেন কৃষকেরা। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আলু উত্তোলন শুরু হয়েছে। গতবারের চেয়ে এবারও ফলন কম, আকারে ছোট এবং পরিবহন খরচ বেশি, শ্রমিক মজুরি বেশি। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। এ বছর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দাম বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে বতর্মান বাজারদর হিসেবে প্রতি মণ আলুর দাম ৫০০ টাকা, যা কৃষকের উৎপাদনের খরচের চেয়ে কম। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর আলু চাষ কম হয়েছে।
বেজগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. ওব্বাজল শেখ বলেন, আমি আলু চাষ করেছি। মোটামুটি আলুর ফলন হয়েছে। ভাল দাম থাকলে লাভবান হবো। তবে বাজারের যে অবস্থা লোকসান হবে।
ছত্রিশ গ্রামের কৃষক হাজী মো. রুহুল আমিন শেখ বলেন, কয়েক বছর হলো আলুর ফলন করে লাভের মুখ দেখলাম না। গতবছর লোকসান এবং এ বছরও লোকসান।
লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আলু উত্তোলন শুরু হয়েছে। এবছর আবহওয়া অনুকূলে ছিল। তবে সময়মত বৃষ্টি না হওয়ায় আলুর ফলন কম। বর্তমানে আলুর বাজার ভালো আছে। যদিও বাজারে আলু রোপণের খরচ বেশি হয়েছিল।