লৌহজং, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম গাঁওদিয়ায় নতুন করে তিনটি স্থানে অপরিকল্পিত অবৈধ ড্রেজার বসিয়ে ড্রেজিং বাণিজ্য চলছে। তবে উপজেলা প্রশাসন থেকে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এখানে এসে দেখে চলে যায় তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। অপরিকল্পিত ড্রেজিং করায় বৃষ্টির পানিতে এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যায়। কৃষিজমির উপর দিয়ে পাইপ, জলাশয় না থাকায় পানি সম্প্রসারণ বন্ধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
গতকাল বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাঁওদিয়া পশ্চিম পাড়া চলাচলের রাস্তার উপর দিয়ে পাইপ। পানি দিয়ে রাস্তা তলিয়ে গেছে। জমির উপর দিয়ে পাইপ। কোন কোন বাড়ির উঠোন দিয়ে পাইপ নিয়েছে অনুমতি না নিয়ে। বিভিন্ন পুকুরের পাড়, কৃষিজমি, জলাশয়, বাড়ির পাশে থাকা ডোবা ড্রেজার ও ডেজারের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে। মানুষ চলাচলের রাস্তায় ভারী বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তলিয়ে যায়। ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। তবে প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীদের ভয়ে সবাই নীরব ভূমিকা পালন করছে।
অনেকেই বলেন, লিখে কোন কাজ হবে না। যারা অবৈধ ড্রেজার বাণিজ্য করে তাদের উপর বড় রাজনৈতিক ব্যক্তির ছায়া আছে। বেশিরভাগ লোক ক্ষমতাশীল দলের লোক। প্রশাসনকে ম্যানেজ করে তারা এসব কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়েছে।
গাঁওদিয়া ইউনিয়নের ড্রেজার ব্যবসায়ী মোঃ মফিজ, বাড়ি বরিশাল। স্থানীয় লোকজনের সাথে মিলে এই বাণিজ্য করছেন তিনি। বিষয়টি নিয়ে ড্রেজার ব্যবসায়ী মফিজের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, অনেকেই তো ড্রেজার বাণিজ্য করছে। আমি কাজ করছি তাতে কি হয়েছে? পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা গ্রহণ করেছেন এমন প্রশ্নে তিনি জানান, পানি তো একদিকে যাবেই। এটা নিয়ে চিন্তার কি আছে? প্রশাসনের লোক এসে দেখে যায় তারা তো কিছু বলেনি। সাংবাদিকদের কি সমস্যা?
গাঁওদিয়া ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা মোঃ সামসুদ্দিনকে বিষয়টি জানানো হলে তিনি জানান, আমি ওই স্থানের ড্রেজার বিষয়ে জানি না। তবে ঐ স্থানে গিয়ে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইলিয়াস সিকদার বলেন, ঐ স্থানের ড্রেজারের বিষয়টি আমার জানা নেই।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনকে গত বৃহস্পতিবার বেলা ১১টায় বিষয়টি জানানো হলে তিনি সাথে সাথে এ প্রতিবেদকের সামনে মোবাইল ফোনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তবে ঐদিন সারা দিনেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পূর্বপাশের তিনটি ড্রেজার পাইপ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পশ্চিমপাড়ায় নতুন করে ড্রেজার পাইপ বসিয়ে জমি ভরাট চলছে।