নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা ২য় দফা ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিএ ৪নং ফেরিঘাটের এপ্রোচ সড়কসহ বেশকিছু এলাকা। দুই দফা ভাঙ্গনে এ পর্যন্ত ৩ লাখ স্কয়ার ফিট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র বিভিন্ন স্থাপনাসহ বেশকিছু অস্থায়ী দোকানপাট। দুর্ভোগে পড়তে হচ্ছে এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ ও যানবাহনকে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪নং ভিআইপি ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর আগে গত ২৮ জুলাই মঙ্গলবার শিমুলিয়া প্রান্তের ৩নং রোরো ফেরিঘাটের এপ্রোচ সড়কসহ বেশকিছু এলাকা নদীতে তলিয়ে যায়। পাশাপাশি বিআইডব্লিউটিএ’র নবনির্মিত একটি পাকা স্থাপনা ও ২টি ঘাটসহ একটি টিনশেড মসজিদ ভেঙে যায়। এছাড়া ঘাটের নিন্মভাগে কিছু অস্থায়ী দোকান ছিলো তাও নদীগর্ভে তলিয়ে যায়। এ পর্যন্ত প্রায় ৩ লাখ স্কয়ার ফিট এলাকা ভেঙ্গে নদীগর্ভে চলে যায়। এমতাবস্থায় এ রুটে চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে। যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হয় দিনের পর দিন। এদিকে, দূর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ গত বুধবার রাত সাড়ে ৮টা থেকে ফেরি বন্ধ রাখে। গতকাল বৃহস্পতিবার থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিলেও স্বল্প পরিসরে ১ ও ২নং ঘাট দিয়ে ৪টি ছোট ফেরি চালু রেখেছে। পাশাপাশি লঞ্চ এবং সী-বোর্ডও চলছে স্বল্প পরিসরে। অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে বিকল্প পথে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী হেরিস আহম্মেদ জানান, গত মাসের ২৮ তারিখে ও গত বুধবার দিবাগত রাতে শিমুলিয়া ফেরিঘাটের ৩ ও ৪ নম্বর ঘাটটি ভাঙ্গনের কবলে পড়ে। প্রায় ৩ লাখ স্কয়ার ফিট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সার্ভে করার পর ঘাট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। এদিকে বিআইডব্লিউটিএ মাওয়া সহকারি ব্যবস্থাপক সাহাদাত হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার বিকাল ৫টায় লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আবহওয়া অনুকূলে এলে লঞ্চ ও স্পীডবোট চলাচল শুরু হয়। শিমুলিয়া ও কাঁঠালবাড়ি উভয়ঘাটে যাত্রীচাপ সৃষ্টি হয়। ৮৭টি লঞ্চ চালু রয়েছে। ফেরিঘাট ভেঙ্গে যাওয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকায় লঞ্চে যাত্রীচাপ বেড়েছে।