লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী সনাতনী প্রথায় শিব অর্চনাসহ হাট সন্ন্যাস ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে নিউ লোহাগড়া শিব মন্দিরসহ স্থানীয় সকল শিব ভক্তবৃন্দ এ হাট সন্ন্যাস ভক্ত সমাবেশের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া নিতাই গৌর সুন্দর জিউর মন্দিরের সাধারণ সস্পাদক অধ্যাপক দীপক সাহা, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌতম কুমার দেওয়ান, ডা. প্রদীপ ব্যানার্জী, বিকাশ বিশ্বাস, সুব্রত সিকদার, বিপুল সাহা অসিত বিশ্বাস, বর্নময় বিশ্বাস, বিপ্র বিশ্বাস, অপু কর্মকার, জয় কর্মকার, রতন দাশসহ অসংখ্য ভক্তবৃন্দ। পরে লোহাগড়া নিতাই গৌর সুন্দর জিউর মন্দিরের সামনে ভক্তবৃন্দরা আরতিতে যোগদান করে। পরে হাট সন্ন্যাস ভক্তরা লোহাগড়া হাট প্রদক্ষিন করে।