লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে বিয়ের নাটক সাজিয়ে পার পায়নি এক নারী। বিধি মোতাবেক তালাক প্রদান, থানায় জিডি, কোর্টে মামলা করলেও ব্যবসায়ীকে নানাভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গিয়েছে উপজেলার ইতনা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা মিস শাপলা খানম দিলরুবা নামে ওই নারীর বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগড়া মদিনাপাড়ার মোঃ আমির হোসেনের ছোট ছেলে মোঃ রায়হান গত ২৩ নভেম্বর ২০২২ ইতনা রাধানগর বাজার থেকে ব্যবসায়িক বকেয়া ৩ লক্ষ নগদ টাকা আদায় করে লোহাগড়া ফেরার পথে সন্ধ্যার আগে ইতনা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইতনা গ্রামের মোঃ দেলোয়ার হোসেন, পিং হাসান উদ্দিন শেখ, মোছাঃ দোলেনা বেগম, স্বামীঃ মোঃ দেলোয়ার হোসেন, লালন মোল্যা, পিং ওয়েজ মোল্যা, ইউনুচ শেখ, পিং মকবুল শেখসহ আরো কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে চাবি নিয়ে নেয়। সে কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে হিঁচড়ে মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে নিয়ে ঘরে আটকে রাখে। এরপর তার কাছে থাকা (ব্যবহৃত) লক্ষাধিক টাকার মোবাইল সেট, ১টি মানিব্যাগ, মানিব্যাগে থাকা ৩ লক্ষ টাকা, ভোটার আইডি কার্ড, হাতে থাকা দেড় ভরি ওজনের ২টি সোনার আংটি উপরোক্ত ব্যক্তিগণ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে জীবননাশের হুমকি দিয়ে ছিনিয়ে নেয়। এ ঘটনা কাউকে জানালে তাকে জানে মেরে ফেলা হবে বলে ভয় দেখায়। ঘটনাক্রমে তারা জানতে পারে, ইতনা গ্রামে তাদের (ছেলের) আত্মীয়-স্বজন আছে। ফলে তারা এ ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে ওই ছেলের সাথে মোঃ দেলোয়ার হোসেনের কন্যা মিস শাপলা খানম দিলরুবার জোরপূর্বক বিবাহ দেয়। ঘটনার পর ওইদিনই সন্ধ্যায় রায়হান আহত অবস্থায় বাসায় আসে। ভয়ে ও লজ্জায় এ বিষয়ে সে বাসায় কাউকে কিছু জানায় না। পরে কিছুটা সুস্থ হয়ে নিজের থেকে গত ৮ ডিসেম্বর ২০২২ ঘটনার বিষয় লোহাগড়া থানায় একটি জিডি করে। জিডি নং-৩৬২, তাং ০৮.১২.২০২২ খ্রিঃ। এছাড়া সে তার নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে জোর করে বিয়ে দেওয়া মেয়েকে মুসলিম পারিবারিক আইনে ম্যারেজ রেজিষ্ট্রারের মাধ্যমে গত ৮ ডিসেম্বর ২০২২ তালাক প্রদান করে। এছাড়া গত ১১ ডিসেম্বর ২০২২ মোকাম বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, নড়াইলের মাধ্যমে এভিডেভিট (তালাক সংক্রান্ত) প্রদান করে। এ সংক্রান্ত বিষয়ে কন্যাপক্ষ লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৬ ডিসেম্বর ২০২২ বিষয়টি শুনানীর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উভয়পক্ষকে উপস্থিত হতে বলে। কিন্তু কন্যাপক্ষ হাজির হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী পুনরায় গত ৯ জানুয়ারী ২০২৩ তার দপ্তরে উভয়পক্ষকে হাজির হতে বলেন। ওইদিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ১১নং ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুক রহমানসহ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানী হয়। শুনানী শেষে উভয়পক্ষের সম্মতিতে বিষয়টি নিয়ে কন্যাপক্ষ আর কোন বাড়াবাড়ি না করে সামাজিকভাবে আপোষ মীমাংসায় সম্মত হয়। এ বিষয়ে ওইদিন সালিশ বৈঠকে উপস্থিত সকলে ১১নং ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুক রহমানের গ্রাম্য আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য অনুরোধ জানালে তিনি সম্মত হন। কিন্তু কন্যাপক্ষের অপরাধীরা তাদের ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে এবং আরো অনৈতিক সুবিধা আদায়ের জন্য ওই ব্যবসায়ীর নামে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দায়ের, নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদানসহ মানসিকভাবে হয়রানি করে চলেছে। ঘটনার বিষয়ে ১১নং ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুক রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। কন্যাপক্ষ এ ধরনের একটি ঘটনা ঘটালো অথচ আমার চৌকিদার, দফাদার, মেম্বার মাতব্বর কেউ জানলো না। আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন, কন্যাপক্ষের অভিযোগের ভিত্তিতে উভয়ের সম্মতিতে ১১নং ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুক রহমানের গ্রাম্য আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য অনুরোধ করা হয়েছে এবং তিনি সম্মত হয়েছেন। এরপরও কন্যাপক্ষ বাড়াবাড়ি করে চলেছে বলে ভুক্তভোগী জানান। এ বিষয়ে ব্যবসায়ী রায়হান ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবী করেছেন।