আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৪টি ইটভাটায় সর্বমোট ২২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-৭ এর টিম, লোহাগাড়া থানা পুলিশের টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর লোহাগাড়া স্টেশনের সদস্যরা ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন বলেন, লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস এবং মেসার্স মা ব্রিকস ম্যানুঃ ইটভাটা দুটোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা লঙ্ঘন করায় একই ইউনিয়নের মেসার্স শাহ আমানত ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স পদ্মা ব্রিকস ম্যানুঃ কে কৃষিজমির মাটি ও পাহাড় কর্তনের দায়ে ৭ লক্ষ টাকা, মেসার্স খাজা ব্রিকস ম্যানুঃ কে ৫ লক্ষ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ম্যানুঃ কে ৫ লক্ষ টাকাসহ মোট ২২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং মেসার্স এএইচ ব্রিকসসহ মোট ৭টি ইটভাটায় সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।