ক্রীড়া ডেস্ক
মৌসুম শুরুর আগে ক্লাব ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচে লেভানডোস্কিকে ছাড়াই গোল উৎসবে মেতে উঠল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ইন্টার মিয়ামির বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেছেন ছয়জন ফুটবলার।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন পোলিশ তারকা ফুটবলার রবার্তো লেভানডোস্কি। আসন্ন মৌসুমে স্প্যানশি ক্লাবটির হয়েই মাঠে প্রতিনিধিত্ব করবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। লেভানডোস্কি এতটাই পরিক্ষীত যে, মৌসুম শুরুর আগে তাকে মাঠে নামানোর প্রয়োজন মনে করছেন না জাভি। তাই তাকে ছাড়াই মঙ্গলবার রাতে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে স্বাগতিকদের পাত্তাই দেয়নি সফররত বার্সেলোনা। পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিলো বার্সা। অন্যদিকে ৩৪ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখতে পেরেছিলো ইন্টার মিয়ামি। আর গোলবার বরাবর বার্সেলোনার আটটি শটের বিপরীতে মাত্র একটি নিতে নিতে পেরেছিলো স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই চাপ ধরে রাখা বার্সেলোনা ম্যাচের প্রথম গোলের দেখা পায় ১৯তম মিনিটে। গ্যাবনের তারকা ফুটবলার পিয়েরে এমেরিক আবেমেয়াংয়ের করা গোলে ১-০ গোল ব্যবধাে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে আসে আরও দুই গোল। ২৫তম মিনিটে রাফিনহা ও ৪১তম মিনিটে আনসু ফাতি গোল করলে ৩-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাভির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ১০তম মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করেন গাভি। এরও ১৪ মিনিট পর মেম্পিস ডিপাইয়ের গোল করলে ব্যবধান হয়ে দাঁড়ায় পাঁচগুণ। ম্যাচের সবশেষ গোলটি আসে ওসমান দেম্বেলের পা থেকে। এরপর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।