ফরিদপুর সংবাদদাতা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি লায়ন বর্ষ ২০২১-২০২২ উদযাপন করেছে। করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে লায়ন বর্ষের প্রথম দিনে এ কর্মসূচি উদযাপন করে সংগঠনের কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার রাতে শহরের সমরিতা হাসপাতালের হল রুমে এ কর্মসূচি পালন করা হয়।
লায়ন বর্ষের প্রথম দিনেই সমাজের অসহ ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন লঅয়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির উপদেষ্টা লায়ন এ কে এম সামছুল আলম, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহসিন শরীফ, সেক্রেটারি লায়ন মো: মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন এস ইসলাম।
লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহসিন শরীফ বলেন, আমরা সব সময় অসহায় মানুষের সেবা করে থাকি। তারই অংশ হিসাবে লায়ন বর্ষের প্রথম দিনে আমরা একজন শারীরিক প্রতিবন্ধ ব্যক্তিকে নগদ ২৫হাজার টাকা ও তিন জন অসহায় নারীকে ১০হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে।