লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা ও পিকআপসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা শাখার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিরহাট সদর থানাধীন মহেন্দ্রনগর ইউপিস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ১০০ গজ দক্ষিণে লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কে একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ির চালক আসনের পা দানিতে রক্ষিত এক পোটলায় ৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এরশাদ আলী (৩৩), জেলা ও থানা লালমনিরহাট পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামের বক্তার আলীর ছেলে। এ বিষয়ে লালমনিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি ও ৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।