নিজস্ব প্রতিনিধি : আজ খানিকটা তাপামাত্রা বৃদ্ধি পেলেও লালমনিরহাটের আকাশে মেঘের র্তজনর্গজন সহ বইছে হিমেল হাওয়া আর বৃষ্টি। এমনিতেই শীতে কাবু এজেলার নিম্ন আয়ের মানুষজন। তার ওপর সকাল থেকে চলছে মুশুলধারে বুষ্টি। শীতের পাশাপশি বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন আরও ২/৩দিন থাকতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি ও সহ হিমেল হাওয়া। জেলার সাধারণ মানুষজন বলছেন এমন বৈরি আবহাওয়া আর কয়েকদিন থাকলে কৃষিতেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দোকানদাররা দোকানে বসে থাকলেও বৃষ্টির কারণে নেই ক্রেতা । স্থানীয় হাওয়া অফিস সূত্র জানিয়েছেন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস,তবে এখনি শতি শেষ হচ্ছেনা ।