লালমনিরহাট প্রতিনিধি
জেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কামারপাড়া গ্রামের বকুল চন্দ্র রায়ের আবাদি জমি জবরদখলের অভিযোগ প্রতিবেশী আফজাল হোসেনের বিরুদ্ধে। থানায় দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, খুনিয়াগাছ ইউনিয়নের কামারপাড়া গ্রামের লেশ্কেশ্বর রায়ের পুত্র বকুল চন্দ্র রায়ের আবাদি জমিতে জোড়পূর্বক সুপারি গাছ লাগিয়ে জবরদখল করার অভিযোগ রয়েছে উল্ল্যেখিত আফজাল পক্ষের বিরুদ্ধে। অভিযোগ কপিতে আরও উল্ল্যেখ রয়েছে দীর্ঘদিন ধরে বকুলের পরিবারের নানা রুপ ক্ষতিসাধনের চেষ্টা করছে উক্ত আফজাল পক্ষ। তারা তাদেরকে দেশ ছাড়ার করার হুমকিসহ দুই লক্ষ টাকা দাবি করে। একপর্যায়ে বকুলের মায়ের কাছ থেকে নগদ দশ হাজার টাকা নেয়। আরও ১ লাখ ৯০ হাজার টাকা বকেয়া দাবী করে। বাকি টাকা না পেলে তারা জবরদখল করা জমি ফেরৎ দিতে অসম্মতি জ্ঞাপন করে আফজাল পক্ষ। এছাড়াও উক্ত ঘটনার সময় ধাক্কাধাক্কি সহ মারপিট করারও অভিযোগ রয়েছে। ঘটনার দিন ২০ ডিসেম্বর ২০২১ সকাল আনুমানিক ৮টার দিকে এই ঘটনার সময় বকুলের ভোগদখলীয় জমি জবরদখলে নেয় প্রতিপক্ষ আফজাল। এ বিষয়ে আফজাল হোসেন সহ তার দলবল লাঠি-সোঠা, কোদাল নিয়ে হামলা করার ঘটনায় ছয় জনের নাম উল্ল্যেখ করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে সরেজমিনে আফজাল জানান, তার কিছু জমি তাদের বাকী অংশিদারের কাছে দলিল মূলে নেয়া হয়েছে। যে জমিটুকু জবরদখলে নিয়েছে তা দলিল করে দেয়ার প্রস্তাব রাখা হয়েছে। জবরদখলকৃত জমিটির কোন কাগজ পত্র বা দলিল হয়নি মর্মে আফজাল হাসেন নিজেই স্বীকার করেছেন। এমন অভিযোগ হাতে পেয়েছেন যা তদন্তাধিন রয়েছে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অিফিসার ইনচার্জ শাহ আলম ।