নিজস্ব প্রতিবেদক
কম দামে আলু বিক্রি করায় অনেকেই হারাচ্ছেন পুঁজি। আগামীতে আলু চাষ করবেন কি না এ নিয়েও শঙ্কায় আলুচাষীরা। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সীগঞ্জের ৬ উপজেলায় এবার ৩৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল প্রায় ১৩ লাখ টন। এর মধ্যে কৃষকেরা জেলার ৭৪টি হিমাগারে সংরক্ষণ করে প্রায় ৫ লাখ ৮০ হাজার টন। খুচরা বাজারে আলুর ভালো দাম থাকলেও দাম কম পাইকারি বাজারে। এতে উৎপাদন ও হিমাগারে সংরক্ষণের খরচের চেয়ে বস্তা প্রতি ৩০০-৩৫০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে আলু। এমন পরিস্থিতিতে লাভের আশায় আলু মজুত করে এখন বড় লোকসানের কবলে পড়েছেন জেলার আলুচাষী ও মজুতদাররা। কৃষকেরা জানান, পাইকারি বাজারে বর্তমানে আলু বিক্রি হচ্ছে ১১ থেকে ১৩ টাকা কেজি। অথচ আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচ মিলিয়ে কেজিপ্রতি খরচ হয়েছে ১৮ থেকে ২০ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে কেজিপ্রতি চাষীদের লোকসান ৭ থেকে ৯ টাকা। বস্তা প্রতি লোকসান দাঁড়াচ্ছে তিনশ থেকে সাড়ে তিনশ টাকা। এদিকে খুচরা বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে তফাৎ ১০-১২ টাকা। মূলত মধ্যস্বত্তভোগীদের কারণে এ অবস্থা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। আধারা ইউনিয়নের আলুচাষী রিপন মাহমুদ বলেন, গত বছর আলুর দাম বৃদ্ধি পাওয়ায় প্রশাসন থেকে বারবার দাম কমানোর জন্য এসেছে। দাম নির্ধারণ করে দিয়েছে। এ বছর তো আমরা দাম পাচ্ছি না। আরেক কৃষক জানান, ২১০০ বস্তা আলু রাখছিলাম। এখন বস্তা প্রতি ৩০০-৩৫০ টাকা লোকসান হচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খুরশীদ আলম বলেন, ‘বর্তমানে কৃষকরা যে ন্যায্যমূল্য পাওয়ার কথা তা পাচ্ছেন না। অনেক কৃষক বলছে তাদের আলু পঁচে যাচ্ছে। কিন্তু আলু উৎপাদন মৌসুমে চাহিদার চেয়ে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে। সেক্ষেত্রে সবজি হিসেবে ব্যবহার ছাড়া আলুর যদি বিকল্প ব্যবহার না বাড়ানো যায়, তবে আলুর দাম পড়ে যাবে এটাই স্বাভাবিক।