নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় নিহতদের মধ্যে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্রী স্মৃতি রানী ও ছোট বোন আরোহী রানীর বাড়ীতে সান্তনা দিতে গিয়েছেন স্থানীয় সাংসদ এড. মৃণাল কান্তি দাস।
গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর জেলেপাড়ায় নিহত দু’বোনের বাড়িতে গিয়ে তাদের বাবা জয় রাম রাজবংশী ও মা শিখা রানীর খোঁজখবর ও পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি। এসময় অন্যান্যদের মাঝে সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, স্থানীয় হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু প্রমুখ।
উল্লেখ্য, গত ক’দিন আগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে জয় রাম রাজবংশীর দুই মেয়ে স্মৃতি রানী (১৮) ও আরোহী রানী (৩) নিহত হয়। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে। নানার বাড়ি নারায়ণগঞ্জ বেড়াতে গিয়েছিল তারা।