কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। উপকূলের আকাশে রোদ, বৃষ্টি এবং মেঘের চলছে লুকোচুরি খেলা। পূর্ণিমার জো’য়ের প্রভাব ও সৃষ্ট লঘুচাপের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা পানি পেয়েছে। সমুদ্রের পাশাপাশি নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছেন আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরার ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন সমুদ্রগামী জেলেরা। গভীর সমুদ্রে যখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে তখন এই লঘুচাপ জেলেদের জন্য মরার ওপর খাড়ার ঘা বলে মন্তব্য জেলে মৎস্যজীবীদের।