নিজস্ব প্রতিবেদক
শনিবার রাজধানীর গুলশানে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অ্যান্তোনিও গুতেরেস। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।
গুতেরেস জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো নিয়েও আলোচনা করেন। গুতেরেস জাতিসংঘ-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে নতুন জাতিসংঘ সাধারণ ভবন পরিদর্শন করেন। গুতেরেস এবং শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘বাংলাদেশে জাতিসংঘ ভবন’ উদ্বোধন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।