জামাল ভূঁইয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিয়ের অধিনায়কই নন, তিনি জাতীয় দলেরও নেতা। তাই তার কাছ থেকে সবাই ভালো আচরণই প্রত্যাশা করেন।
কিন্তু সম্প্রতি ‘রেফারিকে লাথিকান্ডে’ জামাল ভূঁইয়া চলে এসেছেন আলোচনা-সমালোচনার কেন্ত্রবিন্দুতে। রেফারি মিথ্যা বলেছেন- এমন অভিযোগ করায় জামাল ভূঁইয়ার খেলা পরিচালনা থেকে বিরত ছিলেন দেশের সিনিয়র রেফারিররা।
মঙ্গলবার রাজশাহীতে সাইফ স্পোর্টিং ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচটি বাফুফেকে পরিচালনা করতে হয়েছে জুনিয়র রেফারিদের দিয়ে। নিজের মন্তব্যে যখন রেফারিরা ক্ষুব্ধ হয়েছেন তখন জামাল ভূঁইয়া এগিয়ে এসেছেন বিদ্রোহ থামাতে।
রেফারিদের দাবি ছিল, জামাল ভূঁইয়া যতক্ষণ ওই মন্তব্যের জন্য দু:খপ্রকাশ না করবেন ততক্ষণ তারা জামাল তথা সাইফ স্পোর্টিংলি ক্লাবের ম্যাচ চালাবেন না।
শেষ পর্যন্ত জামাল ভূঁইয়া নিজের বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেছেন। এক ভিডিওবার্তায় জামাল ভূঁইয়া বলেছেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ম্যাচে রেফারিং নিয়ে আমার দেওয়া মন্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বক্তব্য দিয়ে আমি কাউকে কষ্ট দিতে এবং ছোট করতে চাইনি। তাই আমার বক্তব্যে এবং বিবৃতিতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দু:খ প্রকাশ করছি। খেলোয়াড়, রেফারি, ফেডারেশন ও অফিসিয়াল মিলেই আমরা একটা পরিবার।’