ক্রীড়া ডেস্ক
চলতি বছরে ইউরোতে ৮২ বছরের পুরোনো রেকর্ডকে নতুন করে গড়েছিল ইতালি। ১৯৩৫-১৯৩৯ সালে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভাঙার পর এবার ছুঁলেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচে না হারার রেকর্ড। ব্রাজিলের সঙ্গে ভাগাভাগি করা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ার দিনে সুইজারল্যান্ডের বিপক্ষে অবশ্য ড্র করতে পেরেছিল আজ্জুরা। অবশ্য তাতেই যৌথভাবে মাইলফলক ছোঁয়াও হয়ে গেছে ইউরোপ চ্যাম্পিয়নদের। ১৯৯৩-১৯৯৬ সালের তিন বছরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকেছিল ব্রাজিল। রবিবার (৫ আগস্ট) রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় হাতছাড়া হওয়া ম্যাচের ফল হল গোলশূন্য ড্রতে। এতেই টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে আজ্জুরিরা। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্তুগালের বিপক্ষে ইউরোপীয় নেশনস লিগের ম্যাচে হারের পর আর পরাজয় দেখেনি তারা। এর মাঝে হয়েছেন ইউরোপের চ্যাম্পিয়ন। এবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী বুধবার লিথুয়ানিয়াকে হারাতে পারলেই অপরাজিত জয়ের রেকর্ডটি নিজেদের নামে করে ফেলবে ইতালি। গতকাল রাতে জর্জিনিয়োর পেনাল্টি মিসে সুইজারল্যান্ডের বিপক্ষে হাতছাড়া হয় আজ্জুরিদের। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে টানা দুই ম্যাচ জয় বঞ্চিত তারা। পুরো ম্যাচে বল দখলে প্রায় সমতা থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ইতালি। শেষ দিকে অবশ্য চিত্র কিছুটা উল্টে যায়। তবে ফল হয় ড্র-তে। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ইতালি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বুলগেরিয়া। চার নম্বরে নর্দার্ন আয়ারল্যান্ড ও শূন্য পয়েন্ট নিয়ে শেষে লিথুয়ানিয়া। ম্যাচের প্রথম ২০ মিনিটে অবশ্য বল দখলে একচেটিয়া আধিপত্য করে ইতালি, একাদশ মিনিটে পায় প্রথম সুযোগ। কিন্তু চিরো ইম্মোবিলের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ইনসিনিয়ের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বড় একটি সুযোগ হাতছাড়া হয় ইতালির। বেরার্দিকে সুইস ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ ফাউল করলে পেনাল্টি পায় আজ্জুরিরা। তবে দুর্বল স্পট কিকে হতাশ করেন জর্জিনিয়ো। ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা সমেরের হাতে সহজেই থেমে যায় জর্জিনোর শট। তবে দুর্দান্ত খেলা সুইজারল্যান্ডও সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পাননি। অবশ্য ইউরোপ চ্যাম্পিয়নরাও পারেনি সুইসদের রক্ষণ ভেঙে বল জালে জড়াতে। শেষ পর্যন্ত তাই সন্তুষ্ট থাকতে হচ্ছে ড্র করেই।