ক্রীড়া ডেস্ক
বল দখলে বার্সা এগিয়ে থাকলেও গোলপোস্টের সামনে সুবিধা করতে পারেনি। তাদের বোকা বানিয়ে জিতেছে স্বাগতিক দল রায়ো। ১৯ মিনিটে এগিয়ে যায় তারা। লিডসূচক গোলটি করেন আলভারো গার্সিয়া। বিরতির আগে দুই দলের মধ্যে এটাই ছিল একমাত্র গোল। যদিও প্রথমার্ধের শেষ বাঁশির আগেই গোলের সৃষ্টি করে বার্সা। কিন্তু রেয়োর গোলরক্ষক দিমিত্রোভস্কি হাতের ছোঁয়ায় বল পোস্টের ওপর দিয়ে পাঠিয়ে দলকে বাঁচান।
বিরতি থেকে ফেরার ৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে রায়ো। একক দক্ষতায় এবার গোল করেন ফ্রান গার্সিয়া। তাতে কম আধিপত্য বিস্তার করেও জয়ের রসদ পেয়ে যায় দলটি। কিন্তু ৮৩ মিনিটে গোল করে ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করে দিয়েছিলেন বার্সার লেভান্ডোভস্কি। অবশ্য এরপর কোনো দলই আর গোল পায়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে রায়ো। এ হারের ফলেও ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। সমানসংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে রায়োর অবস্থান টেবিলের নয়ে। ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
আগের দিন জিরোনার বিপক্ষে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তার একদিন পর বুধবার (২৬ এপ্রিল) রাতে হার বরণ করল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে কাতালান ক্লাবটি হেরেছে ২-১ গোলে।