চাটমোহর (পাবনা) প্রতিনিধি : রাস্তাটি দেখে মনে হতে পারে হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলে এলাকাবাসীকে যেন এক সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু,বৃদ্ধ, প্রসূতি নারী,অসুস্থ রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই।
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের দক্ষিণের শেষ গ্রাম কাতুলী,মুশাগাড়ী,লাউতিয়া ও মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়া মাঝের দুই পাকা সড়কের সংযোগ সড়কটিতে প্রায় ৫ হাজার মানুষের চলাচল। এখানে দেড় কিলোমিটারের মত কাঁচা রাস্তটি এখনো পাকা হয়নি।
দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এ রাস্তা দিয়ে কেবল কাতুলী গ্রামের মানুষই চলাচল করেন না,প্রতিদিন চলাচল করেন চাটমোহর উপজেলার হরিপুর,মথুরাপুর, ডিবিগ্রাম,নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই,জোনাইল,রাজাপুর ইউনিয়নের লাখ লাখ মানুষ।
মাত্র দেড় কিলোমিটার সড়ক পাকা না হওয়ার কারনে চার কিলোমিটার পথ ঘুরে বাড়তি সময় ও অর্থ ব্যয় করে যুগের পর যুগ চলাচল করতে হচ্ছে। এই কাঁচা রাস্তা পাড়ি দিয়ে শিক্ষার্থীরা কলেজ,উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় যাওয়া আসা করে,তাতে করে চরম ভোগান্তিতে পরতে হয় কমলমতি শিক্ষার্থীদের। শুধু তাই নয় এই রাস্তা দিয়েই গ্রামবাসী জমির ফসল ও ঘরে তোলেন।
এলাকাবাসীর দাবী দ্রুত এই রাস্তাটি পাকা করণ করে জনদূর্ভোগ ও বিড়ম্বনার থেকে রেহায় দিতে। সেই সাথে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।