আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ৬৯৭ জন মারা গেছেন। করোনাভাইরাসের আক্রমণ শুরুর পর থেকে রাশিয়ার একদিনে করোনামৃত্যুর সংখ্যা এটিই সর্বোচ্চ। টানা পঞ্চম দিন রাশিয়াতে মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে গত শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৭৯ জন। সূত্র, আল জাজিরা।
রাশিয়ার স্টেট করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত শনিবার সে দেশে করোনায় আক্রান্ত হন ২৪ হাজার ৪৩৯ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ। গত শুক্রবারের চেয়ে এদিন ১২০০ জন বেশি রোগী শনাক্ত হয়। কর্মকর্তারা বলছেন, অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ক্রেমলিন গত শুক্রবার জানায় যে, কর্তৃপক্ষ নতুন লকডাউনের কথা ভাবছে না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন যে, ‘করোনাভাইারাস পরিস্থিতি কিছু অঞ্চলে এখনো খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কিন্তু কেউ লকডাউন চায় না।’
রাশিয়ার মস্কোতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত শনিবার এই শহরে ৭ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছে। সেইন্ট পিটার্সবার্গে গত শুক্রবার ইউরো কাপে স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই শহরে শনিবার ১ হাজার ৭৩৩ জন আক্রান্ত হন। মারা যান ১১০ জন। রাশিয়া আশা করেছিল, টিকাদান কর্মসূচি করোনায় আক্রান্তের সংখ্যা কমিয়ে আনবে। কিন্তু দেশটিতে ১৪৬ মিলিয়ন মানুষের মধ্যে ১৬ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া গেছে। গত গ্রীষ্ম থেকে মস্কোর শহরে কঠোর লকডাউন নেই। কিন্তু মানুষ করোনার টিকা নেয়ার সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভের প্রমাণ দেখাতে না পারলে তাদের ক্যাফে, বার ও রেস্তোরাঁয় যেতে দেয়া হচ্ছে না।