ইউক্রেনে কয়েক দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া। বিশেষ করে দেশটির রাজধানীসহ আশপাশের এলাকায়। এমন ভয়াবহ পরিস্থিতিতে রাশিয়ার ওপর সর্বাত্মক ও বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য করণীয় বিষয়ে একটি তালিকা দিয়েছেন। বিশ্বকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। ইউরোপ ও বিশ্বের ভবিষৎ বিপন্ন বলেও জানান তিনি।
কুলেবা রাশিয়ার ওপর আর্থিক লেনদেন ব্যবস্থাসহ সর্বাত্বাক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। মস্কোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন কার উচিত বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিন জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার দেশের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তবে তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি।
সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি পুরো দেশে সামরিক আইন জারি করেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এটি আধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।