রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করা না হলে ৮ ডিসেম্বর রোববার থেকে কঠোর কর্মসূচী পালন করবে বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনগুলোর নেতারা।
গত ৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক জরুরী সভা শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখা এমন সিদ্ধান্তের কথা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক মোঃ সালাহউদ্দিন আম্মারসহ অন্য ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।