ঠাকুরগাঁও প্রতিনিধি
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের” আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পাট উৎপাদনকারী চাষীদের মাঝে ২৯শে মার্চ বুধবার সকাল ১১টার সময় বিনামূল্যে তোষা জাতের পাটবীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পাট অধিপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শফিউল হাসান। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামসহ প্রায় শতাধিক কৃষক কৃষাণি।