রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলে পরিবারের মাঝে দুইটি করে ছাগল, ১ বস্তা ছাগলের খাবার এবং ছাগল পালনের জন্য একটি করে খোয়ার ঘর বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে উদ্বোধনের প্রথমদিনে ২০টি জেলে পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপজেলার শতাধিক পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও এক বস্তা ছাগলের খাবার এবং ছাগলের পালনের জন্য একটি করে ঘর বিতরণ করা হবে।
উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোজাম্মেল হক। এছাড়াও উপকারভোগী জেলেরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মাহামুদ হাসান।