ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের চর গালুয়ায় ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৬৯ লক্ষ টাকা ব্যয়ে ১১শ’ মিটার রাস্তায় ইটের সলিং নির্মাণ করার ১ বছর পরেই বিভিন্ন খালের পাড়ের অংশ ভেঙ্গে খালে পড়ে গেছে। রাস্তার বিভিন্ন অংশ মাটিতে দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।
জানা গেছে, ওই প্রকল্পের আওতায় জেলার নলছিটি উপজেলার মেসার্স হাফসা এন্টারপ্রাইজ গত ২০২১-২০২২ অর্থবছরে চর গালুয়া নিকারী বাড়ী সংলগ্ন ব্রীজ থেকে বড় গালুয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তা পর্যন্ত ৮শ’ মিটার, রাজাপুর সদর ইউপির পশ্চিম ফুলহার ওহাব হাওলাদার বাড়ী সংলগ্ন বক্স কালভার্ট থেকে হাওলাদার হাটগামী রাস্তায় মোঃ গাজীর জমি পর্যন্ত ২শ’ মিটার ও শুক্তাগড় ইউপির উত্তর কাঠিপাড়া গোড়াখাল বিসি রাস্তা থেকে আনোয়ার হোসেন (বকুল) হাওলাদার বাড়ী পর্যন্ত ১৭০ মিটারসহ মোট ১১শ’ ৭০ মিটার রাস্তা ৬৯ লক্ষ ২৬ হাজার ৪৫০ টাকা ব্যয়ে এইচবিবি করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করেন। সরেজমিনে গেলে, স্থানীয় নান্টু ফরাজী ও আলী আকবরসহ স্থানীয়রা বলেন, ওই প্রকল্পের আওতায় চর গালুয়া নিকারী বাড়ী সংলগ্ন ব্রীজ থেকে বড় গালুয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তা পর্যন্ত ৮শ’ মিটার রাস্তার বেশি অংশ বড় খালের পাড় দিয়ে হওয়ায় রাস্তার অধিকাংশ স্থান ধসে খালে পড়ে গেছে। এছাড়াও যেটুকু ধসে যাওয়ার বাকি আছে তারও বিভিন্ন স্থান মাটিতে দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ওই খালের পাড়ে শক্ত করে পাইলিং না দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা জানান। দ্রুত শক্ত পাইলিংয়ের ব্যবস্থা করে রাস্তাটি সংস্কার না করা হলে, যেটুকু বাকি আছে তাও ধসে অল্প সময়ের মধ্যে খালে চলে যাবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, এসকল রাস্তা সংস্কারের ইচ্ছা আছে। এই মুহূর্তে অর্থ বরাদ্দ নাই। অর্থ বরাদ্দ পেলে যত দ্রুত সম্ভব ওই রাস্তা সংস্কার করা হবে।