রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বিভিন্ন পাড়ার ৫১ জন সুফলভোগীদের চাহিদার ভিত্তিতে ১০২টি দেশি মুরগি, ২টি কবুতর, ১৩টি দেশি শুকর, ৯টি দেশি ছাগল ও বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে কারিতাস কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) চিরঞ্জীব চাকমা, রাজস্থলী কারিতাস সিপিপি পিএইপি-২ মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত মাঠ সহায়কগণ ও প্রকল্পের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।