রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগর,জেলা,উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের বাতাসে এখন শুধুই পাকা আমের মৌমৌ সুমিষ্ট আমের ঘ্রান।
আম ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক ও বেচা-কেনায় জমজমাট হয়ে উঠছে জেলার ছোট-বড় সকল বাজার।
রাজশাহীর বড় আমের মোকাম (হাট) বানেশ্বর বাজারে দেশের অভ্যান্তর থেকে আসছে আম ব্যবসায়ীরা।
জেলা প্রশাসনের ম্যাংগো কেলেন্ডার অনুযায়ী বাজারে বিক্রি হচ্ছে লক্ষনভোগ, গোপালভোগ, হিমসাগর, রানীপছন্দ ও গুটিজাতের আম। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া আম, ১০ জুন থেকে আম্রুপালি, ১৫ জুন থেকে ফজলি আম, ২০ জুলাই থেকে আশ্বিনা ও গৌড়মতি এবং ২০ আগস্ট ইলাবতী আম পাওয়া যাবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে,এ বছর রাজশাহীতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার আম বেচাকেনা হবে।