রাজশাহী প্রতিনিধি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাজশাহীতে ঝটিকা অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রষ্ঠিানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উমরপুর বাজারে একটি দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা, ভূগরইল বাজারে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা এবং রাজশাহী সাহেব বাজারে আমজাদ স্টোরে ভারতীয় পণ্যের আমদানি কারক প্রতিষ্ঠানের সীল ও মোড়ক না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছ।
এই অভিযান অব্যাহত থাকার কথা জানানা ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।