রাজশাহী প্রতিনিধি
স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকে পড়েছে কুড়িগ্রামের কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এতে করে কৃষকরা লাভবানের পাশাপাশি দেশে তেলের ঘাটতি মিটানো সম্ভব হবে বলে জানিয়েছে রাজশাহী কৃষিবিভাগ।
সরেজমিনে দেখা যায়, রাজশাহী জেলার ৮টি উপজেলায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। আমন উৎপাদনের পর তিনমাস পড়ে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আশায় ব্যাপকহারে সরিষা চাষ করেছে জেলার কৃষকরা। নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের পলি মিশ্রিত জমি সরিষা চাষের উপযোগী। সেচ, সার ও অন্যন্য খরচ কম হওয়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১৬ হাজার ৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ অর্জিত হয়েছে। আরও অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত বছরের চেয়ে এ বছর ৪ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে।
কৃষকেরা জানান, জমিতে সরিষা রোপণ করা থেকে পরিপক্ব হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস। প্রতি বিঘা জমিতে সরিষা চাষে সবমিলিয়ে খরচ হয় ৪-৫ হাজার টাকা। এক বিঘা জমিতে সরিষা উৎপাদন হয় ৫-৬ মণ। আমন কাটা মাড়াইয়ের পর ৩-৪ মাস পর্যন্ত জমি পতিত থাকে। যার কারণে এই সময়ে পতিত জমিতে অতিরিক্ত লাভের আশায় সরিষা চাষ করেন তারা। সরিষা উত্তোলন করে একই জমিতে বোরো ধান আবাদ করবেন চাষীরা।
জেলার গোদাগাড়ী উপজেলার কৃষক আমজাদ হোসেন বলেন, আমার এই এলাকায় পদ্মার চর বন্যায় ডুবে যায়। যা আবাদ করি বন্যায় ডুবে নষ্ট হয়ে যায়। আমনের আবাদে বারে বারে মাইর (লোকসান) খাই। এইজন্য এবার সরিষার আবাদ করেছি। অল্পদিনের মধ্যে সরিষা হয়। এবার সরিষার আবাদও ভালো হয়েছে। সরিষা তুলে বোরো ধান লাগাবো।
একই এলাকার মকুল নামের এক কৃষক বলেন, আমাদের এখানকার জমিগুলোতে ৩-৪ মাস পর্যন্ত পানি থাকে। তাই সরিষা চাষ করছি। দেখা যাচ্ছে ফলন খুব ভালো হয়েছে। সবকিছু ঠিকটাক থাকলে লাভ হওয়ার সম্ভাবনা আছে।
এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য কর্মকর্তা উম্মে সালমা বলেন, তেল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের চাহিদা অনুযায়ী যেহেতু তেল উৎপাদন কম হয়, তাই আমরা একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি। আমরা আগামী কয়েক বছরের মধ্যে তেল ফসলের ৫০ ভাগ আমাদের দেশ থেকে উৎপাদন করতে চাই। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি কুড়িগ্রাম জেলায়। গত বছর ১২ হাজার ৯শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। কিন্তু এ বছর লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৩শ হেক্টর। ইতিমধ্যে ১৬ হাজার ৪শ হেক্টর অর্জিত হয়েছে।