রাজশাহী প্রতিনিধি : টানা ভারী বর্ষণের কারণে বন্যায় রাজশাহীর তানোরে ডুবেছে কৃষকদের রক্ত, ঘামের ফসল রোপা আমন ধান। প্রায় সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে। তবে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত টানা ভারি বর্ষণ হয়েছে। যার কারণে ঘরবন্দী হয়ে পড়েছে জনসাধারণ। টানা বৃষ্টির কারণে উজান থেকে আসা পানির ঢল গ্রামীণ রাস্তা-ঘাট ও গ্রামে ঢুকে পড়েছে। এতে করে উপজেলার চান্দুড়িয়া, কামারগাঁ, পাঁচন্দর ও কলমা ইউনিয়ন এবং তানোর পৌরসভায় রোপা আমন ধান ডুবেছে। তবে বৃষ্টি কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ কারণে হতাশায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের।
জানা গেছে, রোপা আমন রোপণের সময় বৃষ্টির পানির দেখা ছিল না। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসেও এত পরিমাণ বৃষ্টি হয়নি। কিন্তু আশ্বিন মাসের প্রথম দিকে তেমন বৃষ্টি না হলেও প্রায় ৮/১০ দিন ধরে মাঝারি ভারি বৃষ্টি হচ্ছে। সবচেয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয় গত বুধবার। অইদিন রাত প্রায় ৯টা থেকে বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটা পর্যন্ত টানা ভারি বর্ষণ হয়েছে। এ বৃষ্টিতেই বিলকুমারী বিলের পানি বেড়েছে। শুধু তাই না, উজান থেকে নামছে পানির স্রোত। যেদিকেই চোখ যায়, সেদিকেই থই থই করছে পানি। প্রতিটি ব্রীজের মুখ দিয়ে নামছে স্রোত।
কৃষকরা বলেন, যে পরিমাণ বৃষ্টি হয়েছে সারা বছরের মধ্যে এত পরিমাণ বৃষ্টি হয়নি। নিচের জমিগুলো ডুবে গেছে। রোপা আমনের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। শুধু রোপা আমনের ক্ষতিই না পুকুরের মাছ বের হয়েছে প্রচুর পরিমাণে। টানা বৃষ্টির কারণে সবজি ক্ষেতও ক্ষতির মুখে পড়েছে।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামারগাঁ শ্রীখন্ডা গ্রামের কৃষক আব্দুর রহিম মোল্লা বলেন, যে হারে পানি বাড়তে শুরু করেছে তাতে করে এই ইউপির রোপা আমনের ফলন পাওয়া যাবে কিনা সন্দেহ। বর্তমানে ইউপির ১৫/২০% জমির ধান ডুবে গেছে। আর কয়েকদিন বৃষ্টি হলে এর পরিমাণ বেড়ে কয়েকগুণ হবে। কারণ, আরো কয়েকদিন টানা বর্ষণ হবে বলে আবহাওয়া অফিস বলছে। ধান ডোবার সঠিক হিসেব নিতে হলে দু’তিন দিন অপেক্ষা করতে হবে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, কামারগাঁ ব্লকের কামারগাঁ ৩০ হেক্টর, মাদারিপুর ৮ হেক্টর, ছাঐড় ১৪ হেক্টর, কৃষ্ণপুর ৫ হেক্টর ও পাঁচন্দর ব্লকের মোহাম্মদ পুর ৭ হেক্টর, চাঁদপুর ১০ হেক্টর এবং চান্দুড়িয়া ব্লকের চান্দুড়িয়া ১৫ হেক্টর সিলিমপুর ৫ হেক্টর, তানোর পৌরসভায় ১১০ হেক্টর সব মিলে মাট ২০৩ হেক্টর রোপা আমন ধান ডুবেছে। এর মধ্যে আংশিক ১৫৭ হেক্টর ও পুরোপুরি ডুবেছে ৪৬ হেক্টর। তবে কলমা ইউপির আজিজপুর, চন্দনকোঠা, কুজিশহরসহ ওই ইউপির ধান ডোবার কোন তথ্য দিতে পারেনি কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, উপজেলায় রোপা আমনের চাষাবাদ হয়েছে ২২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। তবে ধান ডুবেছে পুরোপুরিভাবে ৪৬ হেক্টর এবং আংশিক ডুবেছে ১৫৭ হেক্টর জমির। অবশ্য বৃষ্টির পানি একেবারে থেমে গেলে এর সঠিক হিসেব পাওয়া যাবে। যেসব জমি ডুবেছে এবং পানি ঢুকেছে সেসব জমি থেকে তিন-চারদিনের মধ্যে পানি বের হলে ধানের তেমন ক্ষতি হবে না। কিন্তু এর চেয়ে বেশি সময় পার হলে ধান হবে না।