রাজবাড়ী প্রতিনিধি
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে, রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে, কোটি টাকা মুলের অবৈধ ভেজাল আখের গুড়। বিক্রির জন্য যাচ্ছে রাজবাড়িসহ দেশের বিভিন্ন প্রান্তে। রমজান মাসে মানুষকে ঠকিয়ে লাভবান হচ্ছে কিছু অসাধু কতিপয় ব্যবসায়ী। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
ময়লা, নোংড়া, মশা-মাছি, অস্বাস্থ্যকর পরিবেশ, কুকুরে খাচ্ছে গুড়। চিনি, রং, আখের গাদ, চিটাগুড়, রাসায়নিক ক্যামিকেল, মিশিয়ে হরহামেশাই তৈরী করা হচ্ছে টনকে টন ভেজাল আখের গুড়। রমজান মাসের এই ভেজাল গুড়ের রমরমা ব্যবসা করছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের মোঃ মিন্টু সেক ও ভাঙ্গুরী পাড়া গ্রামের শাজাহান মিয়াসহ আরও কয়েকজন। শুধু এরাই নয় অত্র এলাকার আশপাশে রয়েছে অন্তত ১০টি ভেজাল গুড়ের কারখানা। তবে এসব আখের গুড় তৈরী করার কারোই নেই বিএসটিআই অনুমোদন। এখানে তৈরী আখের ভেজালগুড় রাজবাড়িসহ যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে নামিদামি ব্যান্ডের মোড়কে।
এলাকাবাসী জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত মানুষকে এই ভেজালগুড় তৈরী করে খাওয়াচ্ছে। স্থানীয় কয়েকজন সাংবাদিক ও প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে চলে এই ভেজালগুড়ের কারখানা। এদের ভয়ে এলাকাবাসীর কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় না।
অন্যদিকে ভেজাল গুড় খেয়ে মানুষ ডায়রিয়া, লিভার সমস্যা, ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হচ্ছে। এখনই বন্ধ করা না গেলে ভেজাল গুড়ের প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করেন সুশীল সমাজ। পাংশা উপজেলা প্রশাসনের নাকের ডগায় বসে এমন কাজ করলেও মাথা ব্যাথা নেই তাতে। এ বিষয়ে কিছুই জানেন না, রাজবাড়ি জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা, মোঃ রফিকুল ইসলাম। আর পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মুঠো ফোনে জানালেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা।