নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় মহামারি করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ২০ আগস্ট পর্যন্ত ঢাকাতে আক্রান্তদের মধ্যে ৮৬০ জন চিকিৎসক, ৭৭৫ জন নার্স এবং ৪৪০ অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে ৭৮ জন চিকিৎসক মারা গেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি ও পেশার সর্বমোট দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ করোনা রোগী শনাক্ত হয়। মোট আক্রান্তদের মধ্যে দুই হাজার ৫৯১ জন চিকিৎসক, এক হাজার ৯২০ জন নার্স এবং তিন হাজার ১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট সাত হাজার ৬৬০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ২৬ শতাংশ আক্রান্ত হয়েছেন।