সাহেদুর রহমান মোরশেদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার (৪২) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে এ হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা। অভিযুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে কালা শহীদ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা বলেন, আমি রাউজানে জয়েন করার পর থেকে শহীদ নামে এক ব্যক্তি আমার অফিসে বারবার আসতেন। বলতেন, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কাজ (প্রকল্প) দেন। তার চাওয়াটা এরকম যে, তাকে প্রকল্প দিলে তিনি স্টাবলিশ হবেন। তাছাড়া কখনো কম্বল, কখনো প্রকল্প চাইতেন। তিনি জনপ্রতিনিধি না হওয়ায় আমি প্রত্যাখ্যান করে আসছি। তাই ক্ষুব্ধ হয়ে আমাকে কয়েকবর হুমকি দিয়েছিল। শহীদ নিজেকে বিএনপি নেতা দাবি করে বলে, সে রাজনীতি করে, তার অস্ত্র আছে। আমি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার জন্য বললেও তার দাবি, যে কোনো মূল্যে কাজ দিতে হবে। অথচ সে লাইসেন্সধারী কোনো ঠিকাদার নয়। অফিস চলাকালীন বেহায়া মানুষের মতো আমাকে ডিস্টার্ব করতো। পরে আমি ঊর্ধ্বতন বিএনপি নেতা (বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে অবহিত করলে তিনি স্পষ্ট বলে দেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। সোমবার আমাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে আমি মাথা সেভ করি। আমার অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। আমি চাই, তার সরকারিভাবে কঠিন বিচার হোক। আমি ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবে আইনি প্রক্রিয়া চলবে।
শহীদ বিএনপি নেতা পরিচয় দিতো বলেও জানিয়েছেন তিনি। তবে শহীদের বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো পদ-পদবী নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।
এদিকে সোমবার বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপর হামলার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, সরকারি দপ্তরে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ব্যপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।